হে আল্লাহ, আমিতো গুনাহগার। কিন্তু তুমিতো গাফ্ফার। তোমার ওই নামের উছিলায় তুমি আমাকে ক্ষমা করে দাও। এবং আমাকে পাপ কাজ থেকে বেচে থাকার তাওফিক দান করো। আর তুমি আমাকে "ইহদিনাছ ছিরতাল মুসতাকিম" এর পথে চলার তাওফিক দান করো ক্ষমা করে দাও আমার পুর্ববর্তী গুনাহ সমুহকে।
এবং আমাকে সকল ফিতনা ও গুনাহ থেকে বেচে থাকার মতো হেদায়াত দান করো।